1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুবির ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে উপস্থিতি হার ৬৭% ও ‘গ’ ইউনিটে ৭৭% পীরগাছায় যুবকের মরদেহ উদ্ধার,পরিবারে চলছে আহাজারি শহীদ ওয়াসিমসহ ছয় শহীদের নামে কুবি ছাত্রশিবিরের তথ্য কেন্দ্র বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন কুবিতে ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ ভর্তিচ্ছু হাবিপ্রবিতে মব জাস্টিসের মাধ্যমে হামলাকারীদের বিচারের ঘোষণা বন্ধ নোবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া : বিপাকে শিক্ষার্থীরা কুবি এমসিজে বিভাগে ল্যাব সরঞ্জাম না পেয়েও বিল পরিশোধ! দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের লটারি বাণিজ্য বন্ধ করে দিলো প্রশাসন

শহীদ ওয়াসিমসহ ছয় শহীদের নামে কুবি ছাত্রশিবিরের তথ্য কেন্দ্র

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পাঠ করা হয়েছে

জোবাইর হোসাইন,কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য জুলাই আন্দোলনের ছয়জন শহীদের নামে বিশেষ তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

জানা যায়, ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের নামে তথ্য কেন্দ্রগুলোর নামকরণ করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কোটবাড়ি অঞ্চলের আশেপাশের কেন্দ্রগুলোতে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়। তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার সিট প্ল্যানিং ও গন্তব্য নির্দেশনা, ভাড়া নিয়ে সচেতনতা ও জরুরি তথ্য প্রদান করা হয়। এছাড়াও খাবার পানি, কলম বিতরণ গার্ডিয়ান লাউঞ্জ ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাও করা হয় কুবি শিবিরের পক্ষ থেকে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইমার্জেন্সি যাতায়াতের জন্য শহীদ আবদুল কাইয়ুম বাইক সার্ভিস ও পরীক্ষার আগেরদিন রাতে নিরাপত্তা ও যাতায়াতের জন্য আর রিহলা বাস সার্ভিসেরও ব্যবস্থা করে সংগঠনটি।

চট্টগ্রাম থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী তাসনিম জারা বলেন, ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয়। আমি আমার বাবাকে নিয়ে এসেছিলাম, তাদের সহায়তায় বাবাকে লাউঞ্জে রেখে পরীক্ষা দিতে পেরেছি। সবচেয়ে ভালো লেগেছে জুলাই শহীদদের নামে এই সেবা কেন্দ্রের নামকরণ।

আরেক শিক্ষার্থী আবু রায়হান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে প্রথমবার জানলাম, এখানেও জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন। আমার মনে হয় ছাত্রশিবিরের মাধ্যমে ইতিহাসটা অনেকেই জানতে পেরেছে”

নারায়নগঞ্জ থেকে আগত একজন অভিভাবক বলেন, “বাচ্চাকে কেন্দ্রে প্রবেশ করিয়ে এখানে এসে বিশ্রামের জন্য বসেছি। জুলাইয়ের শহীদদেরকে তারা ধারণ করে তাদের নামে যে তথ্যকেন্দ্র দিয়েছে সেটা বেশ ভালো লেগেছে। দেখেছি ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের নামেও শিবিরের পক্ষ থেকে একটি তথ্যকেন্দ্র দেয়া হয়েছে। আমি মনে করি এটি বেশ প্রশংসার দাবি রাখে”

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারন করেই এই উদ্যোগ। তবে আমরা কোনো দলীয় বিষয়কে বিবেচনা করিনি। এছাড়াও এই বিষয়টিও বলতে চাই যে, কোনো শহীদ ছোট কিংবা বড় নয়। জুলাই বিজয় সবার। তবে যে কয়েকজন শহীদ হওয়ার পর আন্দোলনের মোড় ঘুরে গেছে তাদের মধ্যে আবু সাঈদ, ওয়াসিম অন্যতম। তাদের নামে তথ্য কেন্দ্রের নামকরন করা হয়েছে।”

তিনি আরো বলেন, জুলাইকে ধারন করার পাশাপাশি আমাদের তথ্য কেন্দ্রের অন্যতম লক্ষ্য ছিলো পরীক্ষার্থীদের সুবিধার্থে সর্বাত্মক সহযোগিতা করা।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি