1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবির ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে উপস্থিতি হার ৬৭% ও ‘গ’ ইউনিটে ৭৭% পীরগাছায় যুবকের মরদেহ উদ্ধার,পরিবারে চলছে আহাজারি শহীদ ওয়াসিমসহ ছয় শহীদের নামে কুবি ছাত্রশিবিরের তথ্য কেন্দ্র বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন কুবিতে ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ ভর্তিচ্ছু হাবিপ্রবিতে মব জাস্টিসের মাধ্যমে হামলাকারীদের বিচারের ঘোষণা বন্ধ নোবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া : বিপাকে শিক্ষার্থীরা কুবি এমসিজে বিভাগে ল্যাব সরঞ্জাম না পেয়েও বিল পরিশোধ! দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের লটারি বাণিজ্য বন্ধ করে দিলো প্রশাসন

বন্ধ নোবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া : বিপাকে শিক্ষার্থীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পাঠ করা হয়েছে

 

মো: নাঈমুর রহমান

নোবিপ্রবি প্রতিনিধি

 

দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় ভর্তুকির অভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

রোববার (১৩ এপ্রিল) বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ক্যাফেটেরিয়া পরিদর্শনে যান উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক (উপাচার্যের রুটিন দায়িত্ব)। সঙ্গে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং হাউজিং অ্যান্ড এস্টেট শাখার ম্যানেজার ড. আ. শ. ম. শরীফুর রহমান। পরিদর্শনের সময় দেখা যায়, ক্যাফেটেরিয়ায় বিরাজ করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ, যা শিক্ষার্থীদের জন্য অনুপযুক্ত। ফলে প্রশাসন ক্যাফেটেরিয়াটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভর্তুকির অভাব, ব্যবস্থাপনায় স্থবিরতা এবং বারবার

ম্যানেজার পরিবর্তনের কারণে ক্যাফেটেরিয়ার কার্যক্রমে স্থায়িত্ব আসেনি।

 

সর্বশেষ ক্যাফেটেরিয়া ম্যানেজার সোহরাব বলেন, “স্বল্প বিক্রিতে আয় কম হওয়ায় মানসম্পন্ন খাবার সরবরাহ সম্ভব হয়নি। পাঁচজন কর্মচারীর বেতন মেটাতে গিয়ে আমাকে নিজেই বাবুর্চির কাজ করতে হতো। এছাড়া রাস্তার অবস্থা ভালো না থাকায় শিক্ষার্থীরাও আসতে চায় না।”

 

তিনি আরও অভিযোগ করেন, “ আওয়ামীলীগ সরকারের পতনের পূর্বে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে প্রতি মাসে চাঁদা দিতে হতো, যা আমাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়।” প্রশাসন থেকে যদি গ্যাস, বিদ্যুৎ এবং লোকবলের জন্য মাসিক ভর্তুকি দেওয়া হতো, তাহলে ক্যাফেটেরিয়া সচল রাখা সম্ভব বলেও মত দেন তিনি।

 

নোবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহতাব চৌধুরী মাহী বলেন, “নোবিপ্রবিতে সাত হাজারের বেশি শিক্ষার্থী থাকলেও খাবারের জন্য নির্ভরযোগ্য কোনো পরিবেশ নেই। হলের ডাইনিং ও রাস্তার পাশের দোকানগুলো চাহিদা মেটাতে ব্যর্থ। আমরা চাই, দ্রুত একটি মানসম্পন্ন ক্যাফেটেরিয়া চালু করা হোক।”

 

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, “পরিদর্শনে গিয়ে আমরা দেখেছি, ক্যাফেটেরিয়ায় খাওয়ার মতো পরিবেশ নেই। তাই তা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আমরা পরিকল্পনা করছি ক্যাফেটেরিয়াকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব রূপে গড়ে তোলার। সরকার থেকে খাদ্যসামগ্রীর ভর্তুকি না থাকলেও, প্রশাসন থেকে বিদ্যুৎ, গ্যাস এবং লোকবল খাতে সহযোগিতা করা হবে।”

 

তিনি আরও জানান, সার্কুলার দিয়ে আমরা লোকবল নিয়োগ দিবো। একজন দক্ষ ম্যানেজার নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন ক্যাফেটেরিয়া চালুর আশ্বাস দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি