পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় তিন পুরুষ ধরে জমিজমা নিয়ে দ্বন্দ্বে পাল্টাপাল্টি থানায় মামলা। স্থানীয়রা জানান, প্রায় তিন পুরুষ ধরে মন্ডল পরিবার ও সরকারের পরিবারের মধ্যে দ্বন্দ্ব। তবে সরকার পরিবার এই জমিজমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য মন্ডল পরিবারকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে রাজনৈতিক ইস্যু হিসেবে প্রচার করছে। সরকার পরিবারের অভিযোগ মিথ্যা দাবি করে মন্ডল পরিবারের সদস্যরা জানান, তারা শুরু থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদেরকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে।
এবিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ বাবুল ও সাধারণ সম্পাদক মনছুর আলী সরকারসহ অনেকে সাংবাদিকদের জানান, ঘটনাটি রাজনৈতিক ইস্যু নয়, এটা তাদের জমিজমা নিয়ে দ্বন্দ্ব। মন্ডল পরিবারের অনেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি (উজানপাড়া) গ্রামে।
মন্ডল পরিবারের মামলার বাদি কায়সার আলম জানান, আমার ভাতিজা মনিরুল ইসলামের জমিজমা নিয়ে সরকার পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এঘটনার জের ধরে ৩১ মে আসামিগণ আমার ভাতিজা মনিরুলের বাড়িঘর ভাঙচুর করলে মনিরুল বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং-১৫৭/২৫। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামিরা জামিনে বের হয়ে মনিরুলকে মামলা তুলে নেওয়ার জন্য চাপসৃষ্টি সহ গালিগালাজ করতে থাকে। চাপসৃষ্টি করে ব্যর্থ হলে ঘটনার দিন ২৯ জুন আমার চাচা সারোয়ার হোসেন মন্ডল, ভাই মিঠু মিয়াকে আমার বাড়ির সামনে একা পেয়ে আসামিরা অতর্কিভাবে হামলা ও গালিগালাজ করতে থাকে। সারোয়ার হোসেন তাদের গালিগালাজ করতে বাধা দিতে গেলে অপরাপর আসামিরা ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়ে ওঠে।
এক পর্যায়ে আসামিরা ধারালো ছোড়া দ্বারা মিঠু মিয়াকে হত্যার উদ্দেশ্যে চোট মারলে মাথার বামপাশে কপালে মারাত্মক হাড় কাটা জখম হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। মিঠুকে রক্ষার জন্য চাচা সরোয়ার হোসেন এবং আমি এগিয়ে গেলে আসামিদের হাতে থাকা লোহার রড় দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার চাচার মাথার উপরে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
এঘটনায় কায়সার আলম বাদি হয়ে সরকার পরিবারের ২৭জন সদস্যের নামে থানায় মামলা দায়ের করেন। তারা হলেন-আব্দুল লতিফ, সানোয়ার সরকার, আবু তালেব তারা, ইউনুস আলী, শহিদুল ইসলাম, জাহিদুল সরকার, শফিকুল সরকার, টুটুল সরকার, শরিফ মিয়া, মাসুদ রানা, রেজাউল করিম, সিয়ন সরকার, রাজা মিয়া, লিচু মিয়া, আকাশ মিয়া, আপেল মিয়া, মন্টু মিয়া, পিন্টু মিয়া, খালেক মিয়া, সাবিনা বেগম, টুলটুলী বেগম, সালমা বেগম, সাব্বির সরকার, ফুলমতি বেগম, হেলেনা বেগম, সপ্নীল সরকার, শিপন বেগম।
এর আগে সরকার পরিবারের পক্ষে আব্দুল লতিফ বাদি হয়ে ১জুলাই মন্ডল পরিবারের ২৫জনের নাম উল্লেখ করে মামলা করেন। এনিয়ে ওই এলাকায় দুই পরিবারের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। যেকোন সময়ে বড়ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।
তবে আব্দুল লতিফ দুই পরিবারের এই ঘটনাকে জমিজমা বিরোধের দায় স্বীকার করে বলেন, আমরা তাদের সাথে কোন আপোষ করব না কারণ আমার ভাই এ সংঘর্ষে অঙ্গহানি হয়েছে। আমরা প্রতিশোধ নেব।
পীরগাছা থানা ওসি (তদন্ত) নাহিদ হোসেন বলেন, উভয়পক্ষের মামলা হয়েছে। এখনো কেউ ধরা পড়েনি। তবে উভয়পক্ষের আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply