1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‎পটিয়ায় রথযাত্রা অনুষ্ঠান বানচালের চেষ্টা, আয়োজকদের প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ  ‎ ‎হাবিপ্রবি’তে ৪৪তম বিসিএস এর ফলাফল পুনর্মূল্যায়নসহ ৫ দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি ‎ ইবি’র দুই বিভাগে সভাপতির রদবদল  নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই খুনিদের শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন  কালীগঞ্জে সাংবাদিকদের জন্য ফল উৎসব ও নৌ-ভ্রমণ অনুষ্ঠিত রাস্তাঘাটের বেহাল দশা, চরম ভোগান্তি ইবি শিক্ষার্থীদের বেরোবি ক্যাম্পাস রেডিও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব মিল্লাত ট্রাস্ট এরিয়ায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ: সাবেক সেনাসদস্যের স্ত্রী আটক ‎১৬ই জুলাইয়ের মধ্যে ছাত্রলীগের  বিরুদ্ধে ব্যাবস্থা না নেওয়া হলে কঠোর আন্দলনের হুশিয়ারি ছাত্রদলের যন্ত্রপাতির হিসাব জমা দিতে বিভাগ-অফিসকে নোটিশ

ইবিতে শিক্ষককে ঘিরে যৌন হয়রানিসহ নানা অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পাঠ করা হয়েছে

 

ইবি প্রতিনিধি:

 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে অশালীন ইঙ্গিত, বাজে মন্তব্য ও যৌন হয়রানিসহ উঠেছে নানা অভিযোগ।

 

গত ২২ জুন কয়েকজন শিক্ষার্থী বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দিলেও বিষয়টি প্রকাশ্যে আসে ১ জুলাই মঙ্গলবার।

 

২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী অভিযোগপত্রে উল্লেখ করেন, “স্যার আমাকে ইমোতে ভিডিও কল দিয়েছিলেন। আমি কল রিসিভ না করায় পরে অডিও কল দেন। তখন তিনি বলেন, অনেকদিন ধরে তোমাদের দেখা হয় না, তোমরা মোটা হয়েছো নাকি চিকন হয়েছো তা দেখার জন্য ভিডিও কল দিয়েছি। এরপর তিনি জিজ্ঞাসা করেন, ‘তোমার কি কথা বলার কেউ আছে?’ আমি না বলে উত্তর দিলে তিনি বলেন, ‘এখন বলছো কেউ নেই, কিন্তু কিছুদিন পর তো দেখব ক্যাম্পাসে কোনো ছেলের হাত ধরে ঘুরছো।”

 

তিনি আরও জানান, “স্যার ক্লাসে বিভিন্ন সময় আমাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ইঙ্গিতপূর্ণ কথা বলেন। আমার উচ্চতা নিয়ে অপমানজনক কৌতুক করেন। আমি বিবাহিত হওয়ায় বিয়ের পরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অশালীন মন্তব্য করেন। এমনকি সবার সামনে আমাকে দাঁড় করিয়ে মেন্সট্রুয়েশন সাইকেল নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, যা অত্যন্ত অপমানজনক। এছাড়া বিভিন্ন সময় বডি শেমিং করা ও হুমকি দেন যে, তার কোর্সে আমি ভালো রেজাল্ট করতে পারব না।”

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষক ড. আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন। তিনি হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ বার্তা পাঠান, ইচ্ছাকৃতভাবে পরীক্ষার নম্বর কমিয়ে দেন, রুমে ডেকে নিয়ে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে আপত্তিকর প্রশ্ন করেন, ক্লাসে সবার সামনে অশালীন মন্তব্য করেন, রাতের বেলায় ভিডিও কল দেন এবং কল না ধরলে রেজাল্ট খারাপ করার হুমকি দেন।

 

এছাড়াও, বিবাহিত ছাত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, নিজের আন্ডারে প্রজেক্ট করানোর জন্য পছন্দের ছাত্রীদের বাধ্য করা, বডি শেমিংসহ নানাভাবে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগও রয়েছে। এতদিন শিক্ষার্থীরা ভয়ে মুখ না খুললেও এবার সাহস করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন।

 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. আজিজুল ইসলাম বলেন, “আমি কোনো শিক্ষার্থীকে হেনস্তা করিনি। বরং তারা আমার কথাবার্তা ও আচরণকে ভুলভাবে গ্রহণ করেছে। আমার ধারণা, একটি চক্র পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই অভিযোগ তুলেছে। কখন, কোন পরিস্থিতিতে কী বলেছি, তা এই মুহূর্তে সঠিকভাবে মনে করতে পারছি না। বিভাগের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে আমি বিভিন্ন প্রোগ্রাম ও মিটিং করেছি। এ সময় শিক্ষার্থীদের সুন্দর পোশাক পরতে উৎসাহিত করেছি। তবে বুঝতে পারিনি, সবার মানসিকতা একরকম নয়।”

 

বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা একাডেমিক কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করি এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিভাগের সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি