1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : Md. Najmul Hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবি প্রশাসনের শোক খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা নেতানিয়াহুর সঙ্গে ‍বৈঠকের পর ইরানে হামলার হুমকি ট্রাম্পের, হামাসকেও হুঁশিয়ারি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত হ্যাটট্রিক হার নোয়াখালীর, টানা ২ জয়ে শীর্ষে রাজশাহী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক হাতজোড় করে একবার সুযোগ চাইলেন মোদি রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছিলেন: প্রধান উপদেষ্টা জকসু নির্বাচনে ভোট টানতে টাকার ছড়াছড়ি ছাত্রদলের, জিএস–এজিএস পদপ্রার্থীর স্বীকারোক্তি 

ইবিতে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পাঠ করা হয়েছে

 

শুভ রায়, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শিক্ষার্থীরা জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন। তবুও কিছু ঘটনা আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতের খবর শোনার সঙ্গে সঙ্গেই আমি তাঁর জন্য দোয়া করেছি। মহান আল্লাহ যেন তাঁকে কবুল করেন।

তিনি আরও বলেন, “আজ যদি ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান না হতো, তাহলে হয়তো আমরা এখানে একত্রিত হয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে পারতাম না। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করি—এমন নির্মম ঘটনা যেন আর কখনো না ঘটে, যেন আর কোনো হাদিকে আমাদের হারাতে না হয়।”

এদিকে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ আজ দেশে আনা হচ্ছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতবরণকারী এই বিপ্লবীর মরদেহ বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৪ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি