
ইবি প্রতিনিধি :
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের ব্যক্তিগত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতি গভীর শোকে মুহ্যমান। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারও এ শোকের অংশীদার। এ কারণে আজ অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এতে আরও জানানো হয়, স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড আগামী ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply