
ফজলে রাব্বী, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাট বাজারের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে বাজারের অন্য ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে তারা।
এদিন টুনিরহাট বাজারের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করেই একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে টুনিরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় মানুষজন অংশ নেন।
মানববন্ধন ও সমাবেশে কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিনন্দ্রনাথ রায়, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল ইসলাম, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোতাহার আলী, কোষাধ্যক্ষ জনি বক্তব্য রাখেন।
তারা বলেন, টুনিরহাট বাজারের ব্যবসায়ী খায়রুল ও খতিবরের বিরুদ্ধে লাবলু নামে এক ব্যাক্তি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের মামলা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি।
লাবলু একজন মামলাবাজ ও প্রতারক শ্রেণীর লোক দাবি করে তারা আরো বলপন, সে মিথ্যা মামলা করে অনেককে হয়রানি করছে। সে টুনিরহাট বাজারে ব্যবসায়ীদের কাছে বাকীতে সদাই নিয়ে উল্টা মিথ্যা মামলা দায়ের করেছে। যার কোন ভিত্তি নেই। যদি এই মামলা প্রত্যাহার করা না হয় তাহলে সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো ব্যবসায়ীরা। সেই সাথে সব ধরনের দোকানপাট শাটডাউন রেখে আমাদের আন্দোলন চলবে।
Leave a Reply