1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : Md. Najmul Hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিগুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় বাকৃবিতে ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে ইউট্যাব ও জিয়া পরিষদের শোক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবিসাস, ইউট্যাব ও সাদা দলের শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ শীতার্তদের পাশে রাজশাহী কলেজের চার স্বেচ্ছাসেবী সংগঠন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শোক, ক্লাস–পরীক্ষা স্থগিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউট্যাব-হাবিপ্রবি ইউনিটের শোকবার্তা আরসিসিসি’র নেতৃত্বে ইসমাইল- বিশাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবি ছাত্রদলের শোকবার্তা জাতীয় শোক উপলক্ষে ইবির দুই বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত

থামতে চান না মুশফিক, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পাঠ করা হয়েছে
মুশফিকুর রহিমের শততম টেস্টকে স্মরণীয় করেছে তার পারফরম্যান্সই। এক ইনিংসে সেঞ্চুরি ও আরেক ইনিংসে ফিফটি; দুই মাইলফলকই ছুঁয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। তবে মাঠের পারফরম্যান্সের ছাপিয়ে অন্য এক কারণে বিশেষভাবে আলো কাড়ছেন মুশি। মুশফিক জানালেন, ১০০ টেস্টে থামার কোনো ইচ্ছাই নেই তার। সামনে আরও কিছু টেস্ট খেলতে চান তিনি।

মুশফিকের ভাষ্য, ‘আল্লাহ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এতদিনে ১০০টা টেস্ট খেলেছি, সামনে আরও কয়েকটা খেলতে চাই। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি। দেশের হয়ে ১০০ টেস্ট খেলার সৌভাগ্য সত্যিই বিশেষ। আজও মনে হচ্ছে যেন প্রথম ম্যাচটাই খেলছি। নিজেকে ভাগ্যবান মনে হয়।’

অবশ্য ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেও প্রত্যাশিত ধসে পড়েনি আয়ারল্যান্ড। ধীরে-স্থিরে খেলতে খেলতে বাংলাদেশকে ৬০ ওভার বোলিং করতে বাধ্য করেছিল তারা। তবে শেষ পর্যন্ত হাসান মুরাদের টানা দুই বলে দুই উইকেটেই তাদের প্রতিরোধ ভেঙে যায়।

আইরিশদের দ্বিতীয় ইনিংস থামে ২৯১ রানে। যদিও কার্টিস ক্যাম্ফার লড়াই চালিয়ে ৭১ রানে অপরাজিত ছিলেন, আর বাংলাদেশ জয় তুলে নেয় ২১৭ রানের বিশাল ব্যবধানে।

তরুণ ক্রিকেটার হিসেবেই দলে এসেছিলেন মুশি। ২০০৫ সালে লর্ডস টেস্টে অভিষেক হয়েছিল এই উইকেটরক্ষক ব্যাটারের। সময়ের পরিক্রমায় বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার তিনিই এখন। আর সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রিকেটকে আরও সামনে নিয়ে যেতে চান তিনি।

মুশফিক বলেছেন, ‘আমি সত্যিই ভাগ্যবান! সতীর্থদের সঙ্গে যা কিছু পারি, সব ভাগ করে নিতে পারছি। এক সময় নিজেকে তরুণ খেলোয়াড় মনে হতো, কিন্তু এখন আর তা নেই; এখন আমি দলে সিনিয়র, আর তরুণদের পথ দেখানোই আমার দায়িত্ব।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, ওরা আমার কাছ থেকেও শিখবে, অন্যদের কাছ থেকেও শিখবে। আশা করি, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি