
এ ঘটনায় মঙ্গলবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন কুমিল্লার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে সাংবাদিক খোকন উল্লেখ করেন, গত রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে গফুর ভূঁইয়া মিডিয়া সেল, ওমর ফারুক, ইশরাত জাহান নামের ফেসবুক পেজ ও আইডি থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া এসব ফেসবুক আইডি থেকে তার ফটোকার্ড ব্যবহার করে এবং যমুনা টেলিভিশনের লোগো দিয়ে নানা রকম মানহানি করা হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিরা তার মোবাইল নম্বরে ফোন করে হত্যা করে লাশ গুম করার হুমকিও দিচ্ছেন।