মাইদুল ইসলাম শফিক ,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রাম থেকে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। জানা গেছে ১৩ ই নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২.০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লবণসাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ ফয়জুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই মাদকসেবীদ্বয়কে দুই পুড়িয়া গাঁজাসহ আটক করে।ওই মাদক সেবীদের একজন ইন্দেরহাওলা গ্রামের হেলাল মাঝির ছেলে মোঃ কাইয়ুম অন্যজন আউয়ার গ্রামের মাহবুব ব্যাপারীর ছেলে মোঃ রাকিব বেপারি।বৃহস্পতিবার বিকেল ৫.০০ টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতে আটককৃত প্রত্যেককে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো দুই দিনের কারাদন্ড প্রদানের আদেশ দিয়েছেন।এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শতদল মজুমদারের কাছে জানতে চাইলে তিনি জানান যারা মাদক সেবন করে ও বিক্রি করে উভয় সমাজ ও দেশের শত্রু।উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে সকল স্থান থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য কয়েকদিন পূর্বেও উপজেলার সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামে মাদক ক্রয়- বিক্রয়ের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।সে ভিডিওতে এক প্রতিবন্ধী কিশোরের হাতেও গাঁজা দেখা গেছে যা সে সেবন করে। এসব অপরাধ কর্মকাণ্ডে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করতে বানারীপাড়া থানা পুলিশ ও ঊর্ধ্বতন প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।তারা জানান এসব অপরাধ কান্ড রোধ করা না হলে ভবিষ্যত প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পাবে না।