
ইবি প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত “আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫”-এ রানার্স-আপ হিসেবে গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাডেট।
রানার্স-আপ গৌরব অর্জনকারী ক্যাডেটরা হলেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন (ক্যাডেট নং-২৩২৪০৬৬২) এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল মো. নাফীজ আহম্মেদ (ক্যাডেট নং-২৫২৪০৬৫১)। তারা সুন্দরবন রেজিমেন্টের হয়ে অংশগ্রহণ করেছিলেন।
রবিবার (০৯ নভেম্বর) কর্ণফুলী রেজিমেন্টে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেনা, নৌ ও বিমান শাখার মোট চৌদ্দজন নির্বাচিত ক্যাডেট অংশ নেন।
এর আগে তারা সুন্দরবন রেজিমেন্টের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০ জেলার প্রতিযোগীদের পরাজিত করে আন্তঃরেজিমেন্ট পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন। পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাডেট ময়নামতি রেজিমেন্ট ও নেভাল উইংকে পরাজিত করে ফাইনালে ওঠেন, যেখানে মহাস্থান রেজিমেন্টের সঙ্গে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২–১ গেমে পরাজিত হয়ে রানার্স-আপ হন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলই ক্রীড়াসুলভ মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনার সুন্দর উদাহরণ উপস্থাপন করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই দুই ক্যাডেটের অর্জন পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবের বিষয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মসুদ (বিজিবি, এমএস, পিজিবিএমএস, এনডিসি, পিএসসি)। এছাড়া সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম, মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স এবং কর্ণফুলী রেজিমেন্টের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাফীজ আহম্মেদ নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “রানার-আপ হওয়া আমার জন্য শুধু একটি পদক নয়, বরং এটি দীর্ঘ অনুশীলন, অগণিত পরিশ্রম আর আত্মবিশ্বাসের এক বাস্তব প্রতিফলন। কোর্টের প্রতিটি মুহূর্তে ছিল গর্ব—নিজের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এবং সুন্দরবন রেজিমেন্টের পতাকার মর্যাদা রক্ষার।”
ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন বলেন, “এই টুর্নামেন্টে অংশগ্রহণ এবং এত প্রতিযোগিতামূলক পর্যায়ে পৌঁছানো আমার জন্য একটি বড় অর্জন। প্রতিটি ম্যাচে নিজেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ও সুন্দরবন রেজিমেন্টের গৌরব রক্ষায় দায়িত্ব পালন করতে পেরে গর্বিত। এটি আমাকে আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের অনুপ্রেরণা দিচ্ছে।”
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মহাপরিচালক বলেন, “বিএনসিসি ক্যাডেটরা শুধু শৃঙ্খলা ও নেতৃত্বের অনুশীলনেই নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও জাতিকে গর্বিত করছে।”
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর সুন্দরবন রেজিমেন্টের ২৪ ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির অধীনস্থ একটি চৌকস প্লাটুন। বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, আন্তঃপ্লাটুন ক্যাম্প ও প্রতিযোগিতায় এ প্লাটুন ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। এই অর্জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাডেটকে আরও দেশপ্রেম, অধ্যবসায় ও শৃঙ্খলার মিশ্রণে আদর্শ বিএনসিসি ক্যাডেট হিসেবে নিজেকে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
Leave a Reply