শাহজালাল শ্রাবণ, গঙ্গাচড়া (রংপুর)
‘ন্যায়–ইনসাফভিত্তিক সম্প্রীতির রংপুর–১ গড়া কোনো স্বপ্ন নয়, এটি আমাদের অঙ্গীকার।’ এমন মন্তব্য করেছেন রংপুর–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী।
রোববার (৯ নভেম্বর) রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের তান্নির বাজার এলাকায় উঠান বৈঠকে তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, সুষম বণ্টনের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠিত হবে, এবং প্রতিটি নাগরিক তার প্রাপ্য অধিকার ফিরে পাবে।’
হিন্দু সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গে রায়হান সিরাজী বলেন, ‘আমরা বিশ্বাস করি, সমাজে সকল ধর্ম–বর্ণের মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা পাবে। হিন্দু ভাই–বোনেরা যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, গঙ্গাচড়া উপজেলা নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন আহমেদ, সাবেক নায়েবে আমির মো. আব্দুর রশিদ মাস্টার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মাওলানা জহুরুল ইসলাম, যুব নেতা মাওলানা নুরুজ্জামান ও মাওলানা বায়েজিদ বোস্তামীসহ স্থানীয় নেতৃবৃন্দ।