দ্রুত বদলির সফটওয়্যার তৈরিসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে থাকেন বদলিপ্রত্যাশী শিক্ষকরা।
বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহবায়ক প্রভাষক মো. সরোয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি নীতিমালার ৩.১৬ সংশোধন করতে হবে; সমপদে, সমস্কেলে একই সফটওয়্যারের মাধ্যমে বদলির ব্যবস্থা করতে হবে এবং দ্রুত বদলি সফটওয়্যার তৈরি করতে হবে। এই দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।
’তিনি আরও বলেন, ‘বদলি চালু না হওয়ায় নারী শিক্ষকদের সংসার ভেঙে যাচ্ছে। অনেকে সন্তানদের বাবা-মার কাছে রেখে আসছেন। নিজ এলাকা না হওয়ায় অধ্যক্ষ থেকে শুরু করে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষকদের হয়রানি হতে হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। দ্রুত শিক্ষকদের বদলির ব্যবস্থা করতে হবে।’এ বিষয়ে শিক্ষক নেতা রাশেদ মোশাররফ বলেন, ‘বদলি নীতিমালা জারি করা হলেও একটি পক্ষ এটিকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে। আমরা কোনো টালবাহানা মানিনা। শিক্ষকদের বদলির ব্যবস্থা না থাকায় তারা নিদারুণ কষ্টে রয়েছে। এই কষ্ট লাঘব করতে হলে অবিলম্বে শিক্ষকদের বদলির ব্যবস্থা করতে হবে।’