
প্রতিনিধি-সাব্বির হোসাইন
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকায় শনিবার (৮ নভেম্বর) এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। বেলা ১১টার দিকে এই বিধ্বংসী আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মুহূর্তে ছড়াল আগুন, এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, আগুন প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গুদামে সূত্রপাত হয়। যেহেতু তুলা অত্যন্ত দ্রুত দাহ্য পদার্থ, আগুন মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। ভস্মীভূত গুদামগুলোর মালিকদের মধ্যে রয়েছেন বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী এবং জহিরুল ইসলাম। আগুনের প্রচণ্ড তীব্রতায় আশেপাশের অঞ্চল ঘন কালো ধোঁয়ার চাদরে ঢেকে যায়।
ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টা
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টঙ্গী ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে ছুটে যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, “তুলার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং তা নিভিয়ে ফেলা ছিল কঠিন কাজ। স্থানীয়দের সক্রিয় সহযোগিতা ও ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়াতে পারে
স্বস্তির খবর এই যে, এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়িক ক্ষতির পরিমাণ মারাত্মক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ীরা গভীর উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, প্রতিটি গুদামে লাখ লাখ টাকার তুলা মজুত ছিল। এই অগ্নিকাণ্ডে সব কিছু ভস্মীভূত হওয়ায় তারা বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের উৎস ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে।
Leave a Reply