শাহজালাল শ্রাবণ, গঙ্গাচড়া (রংপুর):
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু ও রংপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। তিনি দেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে ফিরিয়ে এনে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেন।