
আন্দোলনরত শিক্ষকরা জানান, আগামী ১১ নভেম্বর বেলা ১২টার মধ্যে দাবি পূরণ না হলে দুপুর ১টা থেকে অর্ধদিবস অনশন কর্মসূচি পালন করবেন। এরপরও দাবি না মানা হলে মঙ্গলবার থেকে লাগাতার অনশন শুরু করবেন তারা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন।
বক্তারা বলেন, সরকার ঘোষণা দিয়েও তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়। সরকারি বিধি অনুযায়ী এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।
১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে অনুদানভুক্ত করার কথা থাকলেও মাত্র ১ হাজার ৫১৯টি মাদ্রাসা সে সুযোগ পায়। এরপর থেকে স্বীকৃতিপ্রাপ্ত অন্যান্য মাদ্রাসাগুলোর সঙ্গে বৈষম্য চলছে বলেও অভিযোগ করেন শিক্ষকরা।
বক্তারা বলেন, বৈষম্য নিরসনে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে। অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এদিকে স্বীকৃতপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে।