শরিফুল ইসলাম, পীরগঞ্জ।
সরকারি শাহ আব্দুর রউফ কলেজ শাখা ছাত্র শিবিরের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হয় অনুষ্ঠানটি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন— বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ক্যারিয়ারে সফল হতে হলে আত্মবিশ্বাস, পরিকল্পনা ও ইতিবাচক চিন্তা সবচেয়ে জরুরি। তিনি নবীনদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, পীরগঞ্জ থানা আমির, এবং অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। অতিথিরা তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত, নৈতিক ও সমাজগঠনে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তৃতা, দোয়া, সাংস্কৃতিক পরিবেশনা ও নবীনদের ফুল দিয়ে বরণসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।