প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে ছাই হলিউডের যে সব তারকার বাড়ি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে বিখ্যাত হলিউড হিলস। বৃহস্পতিবার ২৪ ঘণ্টারও কম সময়ে ভয়াবহ দাবানলে হলিউড হিলসে অবস্থিত অনেক তারকার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অঞ্চলটিতে দাবানলে পাঁচজনের মৃত্যু ও ২ হাজারের বেশি কাঠামো ধ্বংস হয়েছে।
দাবানলে যে সব হলিউড তারকাদের বাড়ি পুড়েছে তাদের মধ্যে রয়েছেন- প্যারিস হিলটন, লেইটন মিস্টার, অ্যাডাম ব্রডি, আনা ফারিস ও জেনিফার লাভ হিউইটের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। এছাড়া দাবানলের কবল থেকে বাঁচতে এই অঞ্চল থেকে হলিউড ও এলিট শ্রেণির অন্তত ৩০ হাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫