পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় রামগোপাল এলাকায় রাস্তার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জাফর হোসেন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
জাফর হোসেন রামগোপাল এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,কয়েক দিন থেকেই একটি চক্র রাস্তার দুইধারের গাছগুলো রাতের আধারে কেঁটে বিক্রয় করছেন এরই ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার রামগোপাল এলাকায় আনন্দ বাজারের দক্ষিণ পাশ্বে সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়ার কাঁচা রাস্তার দুই ধারের বড় আকারের তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়েছে। তিনটি গাছের মূল্য অনুমান ৬০/৭০ হাজার টাকা।
নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান , “রাস্তায় যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলো সরকারি। ভোরবেলায় এই চক্রের মূলহোতা জাফর হোসেন সহ আরও কয়েকজন ব্যাক্তি এসে গাছ কেটে নিয়ে যাচ্ছে। সকালে উঠে দেখি গাছ উধাও। আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।”
তারা আরও জানান“এসব গাছ লাগানো হয়েছিল আমাদের গ্রামের সৌন্দর্য আর ছায়ার জন্য। এখন কিছু অসাধু লোক সেগুলো কেটে বিক্রি করছে এটা অন্যায়।”
এ বিষয়ে জাফর হোসেন নিকট থেকে জানতে চাইলে তিনি জানান আমি নিয়ম মেনেই গাছগুলো কর্তন করেছি।
তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রশিদ মুকুল বলেন,“আমি ঘটনাটি জানার পর বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনা স্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। গাছ গুলো পরিষদ মাঠে রাখা হয়েছে। সরকারি সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। যারা গাছ কেটেছে তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল বলেন,“সরকারি গাছ কাটা একটি গুরুতর অপরাধ। আমরা বিষয়টি তদন্ত করছি।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, সড়কের পাশের এসব গাছ শুধু সৌন্দর্য নয়,জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।