শাহরিয়ার স্বর্ণব, হাবিপ্রবি প্রতিনিধিঃ
'সৈয়দপুর রানার্স ' কর্তৃক আয়োজিত নর্দান হাফ ম্যারাথনে ১০ কিলোমিটার ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন আসিফ।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সৈয়দপুরের রাবেয়া মোড় থেকে ভোর ৫ টা ৩৫ মিনিটে শুরু হয় এ প্রতিযোগিতা। বিভিন্ন বয়সের সারা বাংলাদেশ থেকেই প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
প্রত্যেকটি দুরত্বে বয়স ভিত্তিক ৫ টি ( পুরুষ এবং মহিলা আলাদা ) ক্যাটাগরি ছিলো। ম্যারাথনে প্রায় ৯৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে যেখানে আব্দুল্লাহ আল মামুন আসিফের ম্যারাথন শেষ করতে সময় লেগেছে ৩৯ মিনিটের একটু বেশি।
আব্দুল্লাহ আল মামুন আসিফ তার অনুভূতি ব্যক্ত করে বলেন," আলহামদুলিল্লাহ, এটা ন্যাশনাল পর্যায়ে আমার প্রথম ম্যারাথন প্রতিযোগিতা ছিলো। প্রথমবার অংশগ্রহণ করেই অর্জন করাটা অনেক আনন্দের। সারা বাংলাদেশের দৌড়বিদদের সাথে প্রতিযোগিতা করাটা অনেক গৌরবের। আমি সকলের নিকট দোয়া চাচ্ছি যেন আমি সামনের দিনগুলোতে ভালো কিছু করতে পারি এবং হাবিপ্রবিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।"
সৈয়দপুর রানার্স কর্তৃপক্ষ জানান, "সাহস, দৃঢ়তা এবং হাসি নিয়ে উপস্থিত প্রতিটি দৌড়বিদকে আন্তরিক ধন্যবাদ। আমাদের অসাধারণ স্বেচ্ছাসেবক এবং চিকিৎসা দলের প্রতি একটি অতিরিক্ত বিশেষ কৃতজ্ঞতা।একসাথে আমরা প্রমাণ করেছি যে একত্রিত হলে কোনও চ্যালেঞ্জই খুব বড় নয়। আগামী বছর পর্যন্ত শক্তিশালী থাকুন, অনুপ্রাণিত থাকুন এবং দৌড়াতে থাকুন।"