ক্যাম্পাস ২৪ প্রতিবেদক
রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়নের বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বড়দরগাহ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক দুই হাজার শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে বড়দারগাহ রংপুর সড়ক অবরোধ করেন। এদিকে সড়ক অবরোধ ও বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অনিয়ম তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন উপজেলা প্রশাসনের বিরুদ্ধে।
এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেয়া বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,নুরুল ইসলাম খোকন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত অবসর ও মৃত্যুজনিত কারনে একাধিক শিক্ষকের পদ শুন্য হলেও শিক্ষক নিয়োগের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ইংরেজি, অংক, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ বিষয়ে ক্লাস নেয়ার কোন শিক্ষক নাই। এতে করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মনে করি আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটিকে মেধাশূন্য করার হীন চক্রান্তে জড়িত আছে দূর্নীতিবাজ প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন। আমরা তার অপসারণ চাই ।
বিদ্যালয়ের অভিভাবকরা শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে প্রধান শিক্ষক ও তার দোসর সাবেক সভাপতি আব্দুর রহিম, নাজিম ডাক্তার, আলতাব হোসেন ভুল্টু, কাঠ মিস্ত্রী ইসমাইল, টাইলস মিস্ত্রী আজিজসহ ভুয়া কমিটির দূর্নীতিবাজদের সঠিক বিচার দাবি করেন।
এবিষয়ে বড়দারগাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একে এম সাইফুল ইসলাম আজাদ বলেন, ২৪ এর জুলাই মাস থেকে অনুপস্থিত প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন। ৫ই আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র জনতা প্রধান শিক্ষকের অপসারণ চাইলে উপজেলা প্রশাসন আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। আমি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত শিক্ষার মান বৃদ্ধি করাসহ অত্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি।
পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেন, এবিষয়ে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন বোর্ডে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী এবিষয়ে শিক্ষা বোর্ড ব্যবস্থা নিবে। তদন্তে উপজেলা প্রশাসনের গাফিলতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্তকারী কর্মকর্তারা অনেক ব্যস্ত থাকেন। এজন্য তদন্ত সম্পন্ন করতে দেরি হয়েছে।
Leave a Reply