নিউজ ডেস্ক :
জামালপুরে গোপন বৈঠককালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আট নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাতে পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাড়ি পাথালিয়া থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের বাড়িতে রাতে গোপন বৈঠক করছিল কয়েকজন নেতাকর্মী। ‘গোপন’ পরিকল্পনা করার সময় থেকে তাদের আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগের কর্মী।
আটক হলেন— পাথালিয়া পশ্চিমপাড়ার মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, আক্রাম হোসেন (৫২), আব্দুল মান্নান (৪৮), পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম (১৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনর ছেলে মো. শামীম (৩৮) ও বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্রের ছেলে বিজয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, নাশকতার পরিকল্পনার সময় গোপন বৈঠক থেকে আট জনকে আটক করা হয়েছে