ক্যাম্পাস২৪ প্রতিবেদক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেনে খুলনা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। তাঁর প্রাপ্ত নম্বর ৯০.৭৫।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এর আগে বিকাল ৪টার দিকে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক যোগে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস নম্বর ৪০। পাসের হার ৪৫.৬২ শতাংশ।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬.৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩.১৩ শতাংশ।
গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিও বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
জানা গেছে, দেশে ১১০টি মেডিকেল কলেজ। সরকারি ছাড়াও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ। একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীর নীতিমালার শর্তাঅনুযায়ী, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, পার্বত্য অঞ্চল ব্যতিত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ের পর প্রকাশ করা হবে।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ হাজার ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।
এর আগে ৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনলাইনে আবেদন চলে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
ফল পাবেন যেভাবে
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট https://result.dghs.gov.bd/mbbs/ থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও https://dgme.portal.gov.bd/ ফলাফলের তথ্য প্রকাশ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল আবেদনের সময় দেওয়া মুঠোফোন নম্বরে খুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।
এনএইচ
Leave a Reply