স্টাফ রিপোর্টার:-
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের ছড়ান বাজারে অবস্থিত ছড়ান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ জুলাই, ২০২৫) বাদ মাগরিব এই মাহফিল আয়োজিত হয়, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং সমাজসেবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,বাংলাদেশ এসি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং প্রস্তাবিত তাহমিদ ফিলিং স্টেশন ও হোয়াইট হাউজ কমিউনিটি সেন্টারের প্রবর্তক মোঃ তৌহিদুর ইসলাম (বাবু)। তিনি মসজিদের উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা ও সম্ভাব্য সহায়তার আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভায় মসজিদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নির্মাণ কাজের সম্ভাব্য খরচ, প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং মুসল্লিদের করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই আলোচনা মসজিদের সার্বিক উন্নয়নে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ তৌহিদুল ইসলাম (বাবু) বলেন, "আমি একজন ধর্মভীরু মানুষ। মসজিদ, মাদ্রাসার জন্য আমি সবসময় পাশে আছি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এই মসজিদের উন্নয়নের জন্য।"
মসজিদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে, মোঃ তৌহিদুর ইসলাম (বাবু) ২নং রাণীপুকুর ইউনিয়নের "সমৃদ্ধ রাণীপুকুর ঐতিহ্যের রাণীপুকুর" নামের একটি সংগঠনের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সেখানেও তিনি সমাজের উন্নয়নে ঐক্যের ডাক দেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠান শেষে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মসজিদের উন্নয়ন, এলাকাবাসীর কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।