সংবাদদাতা পটিয়া (চট্টগ্রাম)"
সমাজসেবকদের স্মরণে চারা বিতরণ: “একটি গাছ, একটি প্রাণ—সবুজে সাজাই ভাটিখাইন”
চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। “একটি গাছ, একটি প্রাণ—সবুজে সাজাই ভাটিখাইন” স্লোগানে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য—পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধের চর্চা।
ভাটিখাইন উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং প্রয়াত সমাজসেবকদের স্মরণে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় রোববার (৭ জুলাই) বিকেল ৪টায়, ইউনিয়ন পরিষদ মাঠে। জুলাই মাসজুড়ে বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় স্থানীয় জনগণের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া একতা সংসদের সভাপতি কাজী নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আল আমিন সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আমিনুল হক আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আশিকুল মোস্তফা তাইফু, ইউনিয়ন সদস্য দেবু বড়ুয়া ও আবু তালেব মেম্বার, উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও সাংবাদিক এএইচএম কাউছার, সদস্য কাজী মাসুম, প্রবাসী লিটন ও ব্যাংকার সোহেল এবং হযরত মির্জা আলী লেদু শাহ (রহ.) স্মৃতি সংসদের মো. ফরমান ও সাকিব উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল মোবারক ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. রাসেদ।
বক্তারা বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উপায় নয়, এটি এক মহৎ সামাজিক দায়িত্ব। সৃষ্টিকর্তা যেভাবে বিনামূল্যে আমাদের অক্সিজেন দেন, আমাদেরও উচিত দল-মতের ঊর্ধ্বে উঠে সমাজ ও প্রকৃতির জন্য কাজ করা।”
তাঁরা আরও বলেন, “গাছ রোপণের পাশাপাশি আমাদের নিজ নিজ চরিত্র গঠনের প্রতিও সচেতন হতে হবে। সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য ভাটিখাইন।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। সবাই চারাগুলো রোপণ ও যত্ন নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।