তা'মীরুল মিল্লাত প্রতিনিধি -মো:সাব্বির হোসাইন
তা'মীরুল মিল্লাত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃশ্রেণী শর্টপিচ টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিকেল ৫টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত শর্টপিচ টুর্নামেন্টে আলিম শ্রেণির ও দাখিল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতামূলক ও চিত্তাকর্ষক খেলার মাধ্যমে ক্রীড়া প্রতিভার উন্মেষ ঘটায়। দীর্ঘদিন ধরে চলা এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় আলিম প্রথম বর্ষ সাধারণ (ঘ) শাখা চ্যাম্পিয়ন হয় এবং আলিম প্রথম বর্ষ বিজ্ঞান (গ) শাখা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। দাখিল বিভাগে চ্যাম্পিয়ন হয় দশম সাধারণ(ক) রানারআপ হয় ৭ম শ্রেণী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামিরুল মিল্লাত স্পোর্টিং ক্লাবের পরিচালক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ইকবাল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস সাইদুল ইসলাম, টাকসু'র ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং আলিম সাধারণ (ঘ) শাখার শ্রেণি শিক্ষক রাশেদুল ইসলাম।
অর্ধশতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়া টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে আলিম প্রথম বর্ষ সাধারণ (ঘ) শাখার শিক্ষার্থী রিয়াজুল ইসলাম ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ইকবাল কবির বলেন,
“শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। তা'মীরুল মিল্লাত স্পোর্টিং ক্লাব হচ্ছে আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার একটি অন্যতম মাধ্যম। আমি স্বপ্ন দেখি, এখান থেকেই একদিন আমাদের ছাত্ররা জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে।”
তিনি আরও বলেন,
“অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা আমাদের নেই। কিন্তু তারপরও আমরা পিছিয়ে থাকব না। খেলাধুলা ও শিক্ষার সমন্বয়ে আমাদের ছাত্রদের বিকাশ নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে আলিম সাধারণ ঘ শাখার শ্রেণি শিক্ষক রাশেদুল ইসলাম বলেন,
“আজকের এই আয়োজন আমাদের ভবিষ্যৎ ক্রীড়াবিদদের অনুপ্রেরণা জোগাবে। ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা ও শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে জানান, এমন আয়োজন নিয়মিত হলে তাদের মধ্যে ক্রীড়াবান্ধব মনোভাব আরও বাড়বে এবং তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশ ঘটাতে পারবে।
এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, সৌহার্দ্য ও আত্মবিশ্বাস তৈরির এক অনন্য প্রয়াস বলে মনে করছেন সংশ্লিষ্টরা।