জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ছুটির দিনগুলোতে বন্ধ থাকার কারণে হলে অবস্থানরত শিক্ষার্থীরা জরুরি স্বাস্থ্যসেবার সংকটে পড়ছেন। শুক্রবার ও শনিবারসহ অন্যান্য ছুটির দিনে সেন্টারটি বন্ধ থাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের উপজেলা মেলান্দহ হাসপাতাল বা জামালপুর সদর হাসপাতালে নিতে হচ্ছে।
শনিবার (৫ জুলাই) সকাল ১২.৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আমির হামজা বিজয়-২৪ হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুলেন্সের জন্য চালককে কল করা হয়। তবে চালক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অনুমতি ছাড়া অ্যাম্বুলেন্স চালাতে অপারগতা প্রকাশ করেন।
পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে ফোন করা হলে তিনি দেরি করে সাড়া দেন এবং জানান, "এম্বুলেন্স আসতে আরও ৩০ মিনিট সময় লাগবে।" তবে অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় সহপাঠীরা তাকে মোটরসাইকেলে করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন।
ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারের সামনে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ করেন। তাদের হাতে থাকা একটি ফেস্টুনে লেখা ছিল, "শুক্র-শনিবার অসুস্থ হই না!" — যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র প্রতীকী বার্তা হয়ে উঠে।
শিক্ষার্থীরা দাবি করেন,মেডিকেল সেন্টারকে ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে,ছুটির দিনেও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে,অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে এবং মেডিকেল সেন্টারের সামগ্রিক মান উন্নয়ন করতে হবে।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছুটির দিনে মেডিকেল সেন্টার বন্ধ থাকা এবং জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়াকে কেন্দ্র করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, "বিশ্ববিদ্যালয়ের ভিতরেই একটি মেডিকেল সেন্টার এবং নিজস্ব অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও জরুরি সময়ে তা না পাওয়াটা অত্যন্ত দুঃখজনক ও অব্যবস্থাপনার পরিচয়।"