মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা
জাককানইবি প্রতিনিধি
২০২৪ সালের জুলাই-আগস্টে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এবং গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে মাসব্যাপী কর্মসূচিগুলো আয়োজন করতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫)জনসংযোগ দপ্তর অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচির তালিকা প্রকাশিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ২৫ জুন ২০২৫ তারিখে একটি কমিটি গঠন করেন। কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে আহ্বায়ক ও লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহকে সদস্য-সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট গঠিত এই কমিটি মাসব্যাপী কর্মসূচিগুলো ঘোষণা করেন।
মাসব্যাপী এই কর্মসূচিগুলো হলো : মসজিদ ও মন্দিরে শহিদদের স্মরণে দোয়া ও প্রার্থনা,জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচির সূচনা, জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শন, কালো-ব্যাজ ধারণ,ত্রিশালের শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত, জুলাই স্মরণ' অনুষ্ঠান,'জুলাই ৩৬ কর্ণার' উদ্বোধন, গ্রাফিতি অঙ্কন কর্মসূচীর উদ্বোধন,Global solidarity: জুলাই আন্দোলনে দেশি-বিদেশি সোশ্যাল মিডিয়ায় যারা ইতিবাচক ভূমিকা রেখেছিলেন
তাদের কার্যক্রম নিয়ে প্রদর্শনী,জুলাই- আগস্ট স্মরণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,জুলাই- আগস্ট স্মরণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা।১লা জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচিগুলো ৫ আগস্ট শহিদদের জন্য দোয়া,বিজয় র্যালি, আলোচনা সভা, বিতর্ক অনুষ্ঠান, গান, কবিতা আবৃতি ও পুরস্কার বিতরণীর মাধ্যমে সন্ধ্যায় শেষ হবে।কর্মসূচিগুলো ধাপে ধাপে নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এবং গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মসূচিগুলো আয়োজন করতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে কর্মসূচির তারিখ,স্থান ও সময় জানিয়ে দেওয়া হয়েছে।তবে প্রয়োজনে উল্লিখিত অনুষ্ঠান সূচিতে সংযোজন বা বিয়োজন হতে পারে।