আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত ‘এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫’-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মাননা পেলেন এনায়েত উল্যাহ সৈয়দ, যিনি শিপুল সৈয়দ নামে পরিচিত।
রোববার (৩০ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান তাশিক আহমেদ ও বরেণ্য অভিনেতা আলীরাজ। আলীরাজ আজীবন সম্মাননা এবং শ্রেষ্ঠ নাট্য নির্মাতার পুরস্কারও লাভ করেন।
পুরস্কার পেয়ে শিপুল সৈয়দ বলেন, অভিনয় আমার ধ্যান-জ্ঞান, এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করছে।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, নিরব, ডিএ তায়েব, পূজা চেরি, সজল, আসিফ আকবর, আঁখি আলমগীর প্রমুখ।