রিয়াজুল ইসলাম
পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সাতটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ২ জুলাই ২০২৫ তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন নামকরণ অনুযায়ী, আগের 'শের-ই বাংলা হল-১' এখন 'শহীদ জিয়াউর রহমান হল-১', 'শের-ই বাংলা হল-২'এখন শহীদ জিয়াউর রহমান হল-২', 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল' এর নাম করা হয়েছে 'বিজয়-২৪ হল', এছাড়া যথাক্রমে নির্মাণাধীন নতুন ছাত্র হলের নাম 'শের-ই বাংলা হল', 'শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের'(মূল ক্যাম্পাস) নাম 'রাবেয়া বসরী হল', 'শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের'(বাবুগঞ্জ ক্যাম্পাস)নাম 'সুলতানা রাজিয়া হল'এবং নির্মানাধীন নতুন ছাত্রী হলের নাম 'চাঁদ সুলতানা হল' করা হয়েছে
এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজে উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (পূর্ববর্তী নাম) ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের(পূর্ববর্তী নাম) নামফলক পরিবর্তন করে দেয়।
নাম পরিবর্তনের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের অনেকেই স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন উক্ত পরিবর্তনের মাধ্যমে পূর্ববর্তী স্বৈরাচার সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া পরিবারতন্ত্রের থেকে বিশ্ববিদ্যালয় কে মুক্ত করবে।