ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের রবিউল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
সোমবার (৩০ জুন) সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিক ও সাবেক নেতৃবৃন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. আবু জাহিদ তানভীর, সহ-সাংগঠনিক সম্পাদক মোছাঃ মোসলেমা আক্তার, অর্থ সম্পাদক তানজিম ইসলাম নোমান, উপ-অর্থ সম্পাদক নুদরাত নাওয়ার প্রাপ্তি।
দপ্তর সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপ-দপ্তর সম্পাদক মো: রায়হান, আল আমিন হাসান রাব্বি, প্রচার সম্পাদক মো আব্দুল্লাহ বিন হাবিব, উপ-প্রচার সম্পাদক সাকিব হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ নাহিদ হাসান, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিলা জাহান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মানিক ইসলাম, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জান্নাতুন নাইম প্রমি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: আরমান হোসেন আপন, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোখসানা রফিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: রাইসুল ইসলাম।
উপদেষ্টা সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিক বলেন, “জেলা ভিত্তিক কল্যাণ সমিতিগুলো কেবল একটি সংগঠন নয়, এটি একই জেলার শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন গড়ে তোলার একটি উজ্জ্বল উদাহরণ। এখান থেকেই নেতৃত্বগুণ, সহমর্মিতা আর মানবিকতা তৈরির ভিত রচিত হয়। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরে লালমনিরহাট সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।”
নবনিযুক্ত সভাপতি মাহিউল ইসলাম বলেন, “লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি আমার কাছে কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের দূর-দূরান্ত থেকে এসে এই ক্যাম্পাসে টিকে থাকার আত্মার বন্ধন। প্রায় তিনশ কিলোমিটার দূরে বাড়ি রেখে আমরা এখানে এসে যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি—এই মানসিকতা থেকেই আমরা একত্রিত হই। আমরা চাই, এই ১৭৫ একরের ক্যাম্পাসে আমরা যেন সত্যিকার অর্থেই একটি পরিবারের মতো থাকতে পারি। একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে পারি। সবার সহযোগিতা আর ভালোবাসাই আমাদের পথচলার মূল শক্তি।”