শাহরিয়ার স্বর্ণব, হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থাপত্য বিভাগে শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো গঠিত হয়েছে “আর্কিটেকচার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, হাবিপ্রবি (ASA-HSTU)”।
এই অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক, সৃজনশীল ও সাংগঠনিক বিকাশে একটি নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেছে।
সংগঠনের প্রাথমিক কাঠামো নির্ধারণের জন্য গঠিত হয়েছে একটি আহ্বায়ক কমিটি। কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন মোঃ হেদায়েত হোসেন (১৮ ব্যাচ) এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আজিবুল ইসলাম আলিফ (১৮ ব্যাচ)
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেব রয়েছেন মুশফিক শাহ্ (১৯ ব্যাচ), তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মেহেদী হাসান রাইন (১৯ ব্যাচ), অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ফাহমিদ হাসান লাবিব (১৮ ব্যাচ) ও ইমতিয়াজ কবির (১৮ ব্যাচ)
ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ফাহিম শাহরিয়ার রোহান (১৮ ব্যাচ), সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন বৃষ্টি ক্যাথরিন পালমা (১৯ ব্যাচ) ও ফাতেমা তুজ জোহরা মুক্তি (১৯ ব্যাচ)।
আহবায়ক মোঃ হেদায়েত হোসেন বলেন, শিল্প, স্থাপত্যচর্চা এবং একাডেমিক উৎকর্ষের লক্ষ্যে গঠিত এই অ্যাসোসিয়েশনটি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল, অংশগ্রহণমূলক ও নেতৃত্বগঠনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সদস্য সচিব আজিবুল ইসলাম আলিফ জানান, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে অ্যাসোসিয়েশনটি শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, কর্মশালা, প্রতিযোগিতা, গেস্ট লেকচার ও স্থাপত্যসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভাগের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।
আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়েছেন।