ইবি প্রতিনিধি
সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির শাখা সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখার সভাপতি সাদেক আহমদ বলেন, “আমরা সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে এই ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে অবদান রাখতে চাই। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করব।”