হাবিপ্রবি প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহার ছুটিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বন্ধ থাকার সুযোগে গত ৯ জুন (সোমবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি (টিচার অ্যান্ড স্টুডেন্ট সেন্টার) এর নিচতলায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানটি সাধারণত শিক্ষার্থীদের পাঠচর্চা, সাংস্কৃতিক ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয় খোলা থাকা অবস্থায় এ ধরনের ব্যক্তিগত আয়োজনে নিষেধাজ্ঞা থাকলেও আজকের এই ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে তাদের অজ্ঞতার কথা জানিয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শামসুজ্জোহা বলেন, "আমি এ বিষয়ে কিছুই জানি না। আমাকে কেউ কিছুই জানায়নি।"
অন্যদিকে, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম ইমদাদুল হাসানকে বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে উল্টো প্রতিবেদকের কাছ থেকে অনুষ্ঠানের বিষয়ে জানতে চান।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে এমন একটি বড় আয়োজন এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের এ বিষয়ে সম্পূর্ণ না জানার বিষয়টি ক্যাম্পাসের নিরাপত্তা ও ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।