নিউজ ডেস্ক :
জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে। সেখানে গেজেট প্রকাশের তারিখ লেখা হয়েছে গত বুধবার (১৫ জানুয়ারি)। সরকারি এ গেজেট অনুযায়ী, ওই গণ–অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে ‘মেডিকেল কেস আইডি’, শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কে কোথায় এবং কোন তারিখে শহীদ হন, তা গেজেটে উল্লেখ করা হয়নি।এর আগে এক জানুয়ারি গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছিল । ওই তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ব্যক্তিরা তালিকাভুক্তির জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন।
Leave a Reply