1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

পঞ্চগড়ে ডিবি পুলিশের ভুয়া দুই সদস্য আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৬৯ বার পাঠ করা হয়েছে

ক্যাম্পাস ২৪ ডেস্ক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। এ সময় ভুক্তভোগী ও ফরিদপুর থেকে ব্যবসায়িক কাজে আসা খন্দকার অহিদুর রহমান ও তার ছেলে খন্দকার রিফাত রহমানকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দেবীগঞ্জ পৌর সদরের করতোয়া সেতুর পশ্চিম পাড়ে এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পরিচয় দেওয়া আটক দুই ব্যক্তি হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকার নুর আলমের ছেলে রেজাউল ইসলাম ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী এলাকার আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম।

ভুক্তভোগীরা জানান, ফরিদপুর সদরের কানাইপুর বাজারে তাদের ওয়ার্কশপ আছে। যেখানে জুট মিলের পুরোনো যন্ত্রাংশ নিয়ে মেরামত করে পুনরায় বিক্রি করা হয়। ঠাকুরগাঁওয়ে নিরাব আলী নামে এক ব্যক্তি জুট মিলের পুরোনো যন্ত্রাংশ বিক্রি হবে জানিয়ে অহিদুর রহমানকে ঠাকুরগাঁওয়ে যেতে বলেন। পরে অহিদুর ও তার ছেলে রিফাত গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে যান। সেখানে একটি আবাসিক হোটেলে ওঠেন। আসার পর তাদের বলা হয় যিনি যন্ত্রাংশ বিক্রি করবেন তিনি ঢাকায় গেছেন। তাই শুক্রবার পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়। এ কথা শুনে হোটেলে নিজেদের জিনিসপত্র রেখে ফরিদপুরে ফিরে যান।

তারা জানান, বৃহস্পতিবার ফরিদপুর থেকে রওনা হয়ে শুক্রবার সকাল ৭টায় ঠাকুরগাঁওয়ে নামেন বাবা-ছেলে। পরে প্রথমে হোটেলে কিছুক্ষণ থেকে ইরাব আলীর সঙ্গে বের হন পুরোনো যন্ত্রাংশ দেখবেন বলে। ঠাকুরগাঁও বাইপাস সড়কে হঠাৎ চারজন পুলিশ পরিচয়ে তাদের পথরোধ করেন। সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে ৫ লাখ টাকা নিয়ে বাবা-ছেলেকে হ্যান্ডকাপ পরায়। এ সময় তাদের দুটি স্মার্টফোনও নিয়ে নেয় প্রতারক চক্র। পরে থানায় নেওয়ার কথা বলে হ্যান্ডকাপ খুলে দুটি মোটরসাইকেলে তাদের তুলে নেয়। কিন্তু থানায় না নিয়ে ভিন্ন স্থানে নিয়ে বাবা-ছেলের হাতে ডলার ও ইয়াবা দিয়ে ছবি তোলে প্রতারক চক্র। কোথাও অভিযোগ না দেওয়ার শর্তে তাদের দেবীগঞ্জে নামিয়ে দেওয়ার সময় অহিদুরের ছেলে রিফাত কৌশলে একটি মোটরসাইকেলের চাবি কেড়ে নিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় দুজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। এ সময় একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল আটক করা হয়।

দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু ঠাকুরগাঁওয়ের ঘটনা তাই সেখানে মামলা হবে। আমরা কথা বলেছি সেখানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি