হাবিবুর রহমান,
পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় নানা আয়োজনে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালের উপজেলা ভূমি অফিস চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতি সাম প্রীতি।
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যে ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মেলার আয়োজন করে উপজেলা ভূমি অফিস।
ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: একরামুল হক মন্ডল, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা জামায়াতের আমীর ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, সাংবাদিক এম খোরশেদ আলম, তোজাম্মেল হক মুন্সী, ছাত্র প্রতিনিধি রওশন জামিল, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মানিক লাল প্রমুখ। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং একটি র্যালির আয়োজন করা হয়। সকল কর্মসূচীতে ৯টি ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা, ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।