মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
গত ৫ মে, বরিশাল থেকে প্রকাশিত বাংলাদেশ বাণী পত্রিকায় ''বানারীপাড়া হাসপাতালের পিছনের খালটি মৃতপ্রায়'' শিরোনামে সংবাদ প্রকাশের পর পৌরসভার উদ্যোগে খালটির পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।পৌরসভার ২ নং ওর্য়াডে অবস্থিত সন্ধ্যা নদী থেকে হাসপাতালে প্রবেশে খালটিতে দীর্ঘদিন ধরেই ময়লা আবর্জনা পড়ে পানি চলাচলের জন্য অচল হয়ে যাওয়ায় পূনরায় এ সিদ্ধান্ত নিয়েছে পৌর প্রশাসন। ২৪ মে শনিবার বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বারের আবর্জনায় ভড়াট হওয়া খালটিকে পরিষ্কার করা ও প্রাণ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এমন ভিন্ন ধারায় কাজটি জরুরি ভিত্তিতে হাতে নেন পৌরসভা।নতুন মাত্রার এই কাজটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ বায়েজিদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধা,পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার,সহকারি প্রকৌশলী মোহাম্মদ মহসিন রেজাসহ বিভিন্ন কর্মকর্তা ও কমর্চারিগন।খালের পরিষ্কার ও পরিচ্ছন্নতা কাজ উদ্ভাবনকালে পৌর প্রশাসক বায়েজিদুর রহমান বলেন,পৌর শহরের এ গুরুত্বপূর্ণ খালটি ভরাট হয়ে গেছে।আমরা উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে এই খালটি পুনরায় খনন করে এর প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো।তবে কিছুদিন আগে পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশার একসময়ের গুরুত্বপূর্ণ খালটি মৃতপ্রায়।তাই আমরা উপজেলার গুরুত্বপূর্ণ খালটির পরিষ্কার অভিযান শুরু করেছি এবং পরবর্তীতে অন্য খালগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে আমাদের চেষ্টা অব্যাহত রাখবো।