নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ প্রতিনিধি
রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির উদ্যোগে সম্প্রতি তরুণদের ইসলামের মূল মূল্যবোধ ও দ্বীনের পথে চলার প্রতি উদ্বুদ্ধকরণে ফিলিস্তিন ও উম্মাহর প্রতি দায়িত্ব শীর্ষক ব্যতিক্রমধর্মী এক সৃজনশীল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল এই সেমিনারে বর্তমান সময়ের তরুণ সমাজ নানা প্রলোভন ও বিভ্রান্তির শিকার বিষয়টির উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় অনুপ্রাণিত করতে আলোচকরা বক্তব্য রাখেন।
রবিবার (২৫ মে) সকাল ১০ টায় রাজশাহী কলেজের কেন্দ্রীয় মসজিদে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এই সেমিনারটির উদ্বোধন করেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, 'আদ-দাওয়াহ ইলাল্লাহ'র পরিচালক আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মুহতামিম জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রা মুফতি আব্দুল্লাহ তালহা (হাফি.), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার মাহমুদুল হাসান, রাজশাহী কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব ষষ্টিতলা শাইখ মুফতি নূর মুহাম্মাদ (হাফি)।
মেধা ও জ্ঞানচর্চামূলক সৃজনশীল এই সেমিনারে প্রধান আলোচক আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক বর্তমান ফিলিস্তিনের দুর্দশার কথা তুলে ধরে তরুণ প্রজন্মের সামনে ইসলামিক নানা দিক বিষয়ে আলোচনা রাখেন। তিনি বলেন এই যুগের মুসলমানরা আজকের বানু ইসরাইল। গোলামি আজকের দিনের মুসলমানদের রক্তে মিশে আছে। মুসলমানরা আজকে গোলামি ছাড়া স্বাধীনভাবে কিছু চিন্তা করতে পারে না।
তিনি বলেন,' আমাদের কে অতীতের বানু ইসরাইল থেকে শিক্ষা নিতে হবে। মুসলমানরা আজ পর্যন্ত কখনো নিজেদের শক্তির বলে কোনো যুদ্ধ জয় করতে পারেনি, জয় করেছে আল্লাহর প্রতি ইমান আর ভরসা রাখার ফলে।
তিনি আরও বলেন,'আমাদের কে গোলামি থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে আমরা কখনো পূর্ণ বিজয়ের স্বাদ অর্জন করতে পারবো না।'
রাজশাহী কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারটি পরিচালিত হয়।সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য চিত্তাকর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উল্লেখ্য রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটি শিক্ষার্থীদের দ্বীনের প্রতি আহ্বান জানিয়ে বিভিন্ন সময় কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, ইসলামি শাসনব্যবস্থা, নৈতিকতা, জীবন দর্শনের মতো বিষয়গুলোর উপর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির সৃজনশীল এই উদ্যোগ তরুণদের দ্বীনের পথে নিয়ে আসতে ভবিষ্যতে সহায়ক ভুমিকা পালন করবে।আগামীতে এসকল কার্যক্রম আরও প্রসারিত হলে যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত হবে এবং এদেশের সার্বিক নৈতিক উন্নতি সাধিত হবে বলে আশা ব্যক্ত করেছেন রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির আয়োজক সদস্যবৃন্দ।