গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপি ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
আজ রোববার (২৫ মে) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ সরকারী কর্মকর্তাগন, সাংবাদিকগন ও বিভিন্ন স্টেক হোল্ডারগন উপস্থিত ছিলেন।
এরপর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে তিনি স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় ৫টি স্টলে সাধারন মানুষকে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।