আশিকুল ইসলাম,ববি:
"আমার মেয়ে বড় হয়ে শহিদের মেয়ে বলে পরিচয় দিতে পারবে কিনা সেটা নিয়ে ভয় হচ্ছে"এমনটাই মন্তব্য করেছেন শহীদ আরিফুর রহমানের স্ত্রী।
তিনি বলেন,আমার হাসবেন্ড যখন শহীদ হয় তখন আমার মেয়ের বয়স ১ বছর ৮ মাস।তিনি আমাদের কথা চিন্তা না করে দেশের জন্য জীবন দিয়েছেন কিন্তু আমার ভয় হচ্ছে, বর্তমানে জুলাইকে নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে তাতে আমার মেয়ে বড় হয়ে নিজেকে শহীদ আরিফুর রহমান এর মেয়ে হিসেবে পরিচয় দিতে পারবে কি না। তিনি আরও বলেন,আপনারা জুলাইকে ভুলে যাইয়েন না,সব সময় জুলাইকে মনে রাইখেন।
বৃহস্পতিবার (২২ মে) মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ও ইউনাইটেড ন্যাশনস রেসিডেন্ট কো-অর্ডিনেটর অফিসের (ইউএনআরসিও) এর যৌথ আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা হলে জুলাই আন্দোলনের উপর জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনের উপর '𝐃𝐢𝐬𝐬𝐞𝐦𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐔𝐍 𝐅𝐚𝐜𝐭-𝐅𝐢𝐧𝐝𝐢𝐧𝐠 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭' শীর্ষক আলোচনা সভায় বক্তব্যের মাঝে একথা বলেন তিনি৷
আয়োজনে জাতিসংঘের মানবধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন 'বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টে সংঘটিত বিক্ষোভের সময়ে মানবধিকার লঙ্ঘন ও অপব্যবহার' এর ওপর আলোচনা করা হয়৷
আয়োজনে আরো বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অন্তর্বতীকালীন) অধ্যাপক ড. তৌফিক আলম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সুষ্মিতা রায়, এইচআরএসএস এর নির্বাহী পরিচলক ইজাজুল ইসলাম।
এছাড়াও জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন শহীদ আরিফুর রহমানের স্ত্রী ও শহীদ আবদুল ওয়াদুদের মা৷
এইচআরএসএস এর নির্বাহী পরিচলক ইজাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনটি কোনো রাজনৈতিক দল বা সরকার কর্তৃক তৈরি না হয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তৈরি হওয়ায় এর নিরপেক্ষতা নিয়ে কারো প্রশ্ন তোলার জায়গা থাকবেনা। এটি আমাদের দেশের ইতিহাসের একটি খন্ডচিত্র হয়ে থাকবে।
উক্ত আলোচনা সভায় শহীদ ফয়সাল আহমেদ শান্ত'র বাবা বলেন, কোটা আন্দোলনের পর বৈষম্য দূর হওয়ার পর সবাই কমবেশি উপকৃত হয়েছেন ৷ মাঝখান থেকে আমাদের সন্তান চলে গিয়েছে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনটি বাংলা অনুবাদ করায় দেশের সকলেই খুব সহজ করে তথ্যগুলো জানার সুযোগ পাবে৷
তিনি আরো বলেন, বাংলাদেশে জুলাই আন্দোলনের গণহত্যার মত মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা যেন তার নিজের দেশের মানুষের ওপর আর কোনো নির্যাতনের ঘটনা না ঘটে৷