গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা কারাগারে মোঃ রতন মোল্লার (৪৫) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ মে) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ জেল সুপার তানিয়া জামান হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত রতন মোল্লা পাবনা জেলার বেড়া উপজেলার পাঁচুরিয়া গ্রামের মোঃ মোজিদ মোল্লার ছেলে। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি ডাকাতি মামলার আসামী ছিলো।
গোপালগঞ্জ জেল সুপার তানিয়া জামান বলেন, হাজতি রতন মোল্লাকে গোপালগঞ্জ আদালতে হাজির করতে নাটোর কারাগার থেকে গত সোমবার (১৯ মে) গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়। ওই দিন সে অসুস্থ হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে কারাগারে নিয়ে আসা হয়।
পরে আজ বুধবার (২১ মে) পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে দুপুর পৌনে ২টায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর দুপুর ২টা ১মিনিটে তার মৃত্যু হয়।
এব্যপারে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আফতাব জিলানী বলেন, মোঃ রতন মোল্লা নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে জেল পুলিশ। রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।