ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এতে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।
সোমবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ জিয়াউর রহমান হলের রিডিং রুমের বর্ধিত অংশে এই দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইবির শহীদ জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম. জাকির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন নব নিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং অন্যান্য হলের প্রভোস্ট বৃন্দ ও জিয়া হলের সাবেক প্রভোস্ট বৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ হলের আবাসিক শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে জিয়া হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম. জাকির হোসাইন বলেন, “ফ্যাসিস্টের সময় থাকাকালীন ২০২৩ সালে আমি এই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হই। দায়িত্ব পাওয়ার পর হলের বাগান ও আশেপাশে গাজা গাছ দেখতে পাই এবং তাতক্ষনাত সব কেটে ফেলি। ফ্যাসিস্টের সময় থাকাকালীন হলের নামের কারণে অনেক বৈষম্যের স্বীকার হতে হয় এই হলের। এবং সঠিকভাবে বাজেটও পাওয়া যেতো না হলের কোনো কাজ করার জন্যে।”
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “আমি নিষ্ঠার সাথে হলের উন্নয়নে কাজ করে যাবো এবং ওয়াদা করতেছি জিয়া হলের বর্তমান অবস্থান যেমন আছে আমি দায়িত্ব নেওয়ার পর এর থেকে ভালো অবস্থায় হলকে উন্নীত করবো।”
উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমি এই হলকে অনেক আগে থেকেই খারাপ অবস্থায় দেখে আসতেছি। আমি উপাচার্য হওয়ার পর যখন পরিদর্শনে আসি তখন টিভি রুমের টিভি অচল দেখে একটি ৬৫ ইঞ্চি টিভির ব্যবস্থা করে দেই এবং উপ-উপাচার্যকে অনুরোধ করছি তার তহবিলে থাকা অর্থ থেকে এই হলের বাজেটে অর্থ প্রদানের জন্য। পরিশেষে তিনি হলের কনফারেন্স রুমে ও টিভি রুমের সুব্যবস্থা করার আশ্বাস দেন।”
উল্লেখ্য, গত ১২ মে শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীকে নিয়োগ দেওয়া হয়।