মোঃ নিশান খান
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতিভোজ (ফিস্ট) ঈদুল আজহার পরে আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
রবিবার (১৮ মে) বিষয়টি ক্যাম্পাস টুয়েন্টি ফোরকে নিশ্চিত করেন তিনি। ঈদ–উল–ফিতরের ছুটির কারণে স্বাধীনতা দিবসে এই ফিস্ট আয়োজন করা সম্ভব হয়নি।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “স্বাধীনতা দিবসের প্রীতিভোজ বিষয়ে আমরা অবগত রয়েছি, নানা ব্যস্ততার কারণে আয়োজন করা হয়ে উঠেনি। আসন্ন ইদের পরে আমরা প্রীতিভোজের আয়োজন করব। তারিখ জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনি নিদিষ্ট দিন বলতে পারছি না কিন্তু ইদের ছুটির পরপরই ১৮-২০ জুনের মধ্যে আয়োজন করার সর্বোচ্চ চেষ্টা করব।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ২৬শে মার্চ ও ১৬ই ডিসেম্বর এই দুই দিবসে প্রতিটি হলে ফিস্টের আয়োজন হয়ে থাকে। দিনটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।