ডেস্ক রিপোর্ট: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নতুন সদস্য যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলার একটি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যোগদান করেন।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে। লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি পরিহার করে শিক্ষার্থীবান্ধব একটি সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নতুন সদস্যদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র অধিকার পরিষদ একদিন সারা বাংলাদেশের এক নম্বর ছাত্র সংগঠনে রূপান্তরিত হবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি মাসুম ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদুল ইসলাম, রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুব অধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাসিব, রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ ইবনে শহীদ, সহ-সভাপতি কে. এইচ. রাসেল ও ফিরোজ কবির এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. অশিম আলী প্রমুখ।
আয়োজনটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন ছাত্র অধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক অপূর্ব এবং ইসমাইল হোসেন।