হাবিপ্রবি প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম।
সোমবার (১২ মে) রেজিস্টার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক আদেশে অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিজ্ঞান অনুষদের ডীন পদে নিযুক্ত গণিত বিভাগের প্রফেসর ড. মো. মামুনুর রশীদ এর কার্যকালের মেয়াদ আগামী ১৭.০৫.২০২৫ তারিখ শেষ হবে। উক্ত অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় আইনের ২৩। (৫) ধারা মূলে বিভিন্ন বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে তদস্থলে পরবর্তী ২ (দুই) বছরের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মমিনুল ইসলাম কে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বিজ্ঞান অনুষদের ডীন পদে নিয়োগ প্রদান করা হলো।
নবনিযুক্ত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম বলেন, একাডেমিক কাজ আরও গতিশীল করতে আমরা কাজ করবো। ডিন অফিস শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় আমরা বিজ্ঞান অনুষদকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।