তা'মীরুল মিল্লাত প্রতিনিধি :-সাব্বির
আজ সরে জমিনে দেখা যায় ঐতিহ্যবাহী তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ঐতিহাসিক পুকুরটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠার পর শিক্ষার্থীদের জন্য নির্মল প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করতে খনন করা এই পুকুরটি বর্তমানে ক্যান্টিনের আবর্জনা ফেলার স্থানে পরিণত হওয়ায় এর স্বাভাবিক সৌন্দর্য ও বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে। পুকুর পাড় ঘেঁষে তৈরি করা হয়েছে বিশাল ময়লার ভাগাড়, যেখানে নিয়মিতভাবে ফেলা হচ্ছে আবর্জনা।
নিয়মিত ময়লা ফেলায় পুকুরের পানিতে দূষণ বাড়ছে, যা জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। এছাড়াও, ভাগাড়ের দুর্গন্ধে মাদ্রাসার ক্যান্টিনে আসা শিক্ষার্থীদের খাবার গ্রহণ করতে চরম discomfort হচ্ছে। আগে যেখানে শিক্ষার্থীরা পুকুরে সানন্দে গোসল করত এবং ওজু করত, এখন দূষণের কারণে সেখানে তাদের আর দেখা যায় না।
এ বিষয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারজু ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের পুকুর পাড়ে ময়লা ফেলার ভাগাড় তৈরি করায় দুর্গন্ধে আমাদের ক্যান্টিনে খাবার খেতে কষ্ট হয়।"
বিষয়টি নিয়ে মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হলে তিনি আগামী কয়েক দিনের মধ্যে এর সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে দুঃখের বিষয়, এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
পুকুরটির ঐতিহ্য এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিবেশের কথা বিবেচনা করে দ্রুত এই সমস্যার সমাধান করা জরুরি। মাদ্রাসার কর্তৃপক্ষ অতিসত্বর ময়লার ভাগাড়টি সরিয়ে পুকুরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবেন, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।