হাবিবুর রহমান,
পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে রনি মিয়া (১২) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। ঘরের পাশে থাকা একটি গাছ চালের উপর ভেঙে চাপায় পড়ে সে মারা যায়।
শুক্রবার রাত ১০টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামে এ ঘটনা ঘটে।
রনি মিয়া ওই গ্রামের নুরুল হক@ নুর মোহাম্মদের ছেলে। সে স্থানীয় পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
প্রতিবেশী আশরাফুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে পীরগাছায় প্রচণ্ড ঝড়ে আসে। ঝড়ের সময় রনি মিয়াসহ বাকি সদস্যরা তাদের শয়ন কক্ষে অবস্থান করছিলেন। এমন সময় ঝড়ের তাণ্ডবে টিনশেড ঘরের চালের উপর একটি গাছ ভেঙে পড়ে যায়। এ সময় ঘরের চাল দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে গেলে রনি মিয়া ঘটনাস্থলে মারা যায়। ভাগ্যক্রমে বাকি সদস্যরা বেঁচে যান।
পীরগাছা থানার এস আই শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।