নিশান খান
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচি সম্পর্কে এসএমএস পাঠিয়েছে জাবি শাখা ছাত্রদল। আজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় শিক্ষার্থীরা এই বার্তাটি পান। এ ঘটনার পর অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ইংরেজিতে লেখা ওই বার্তায় বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগ্রহীদের ২১ মে’র মধ্যে একটি অনলাইন ফর্মে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে, যার লিংকও এসএমএসে সংযুক্ত ছিল।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বিশ্ববিদ্যালয় কারা চালাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য কি প্রশাসন বেঁচে দিচ্ছে? আমার বিশ্ববিদ্যালয়ে দেওয়া ফোন নাম্বারে মেসেজ এলো এই প্রোগ্রামের। পরে খোঁজ নিয়ে দেখলাম, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর কাছেই গিয়েছে। যে নাম্বার আমরা ভর্তি হওয়ার সময় ব্যবহার করেছিলাম সেই নাম্বারে এই মেসেজ এসেছে। একটা রাজনৈতিক দলের হাতে শিক্ষার্থীদের এই তথ্য কারা তুলে দিলো? আমাদের এই প্রাইভেসি রক্ষার দায়িত্ব তো প্রশাসনকে আমরা দিয়েছিলাম। প্রশাসন এটা কীভাবে কারো হাতে এটা তুলে দিলো? আমরা কীভাবে নিশ্চয়তা পাব যে প্রশাসন আমাদের অন্য আরো যাবতীয় তথ্য বিক্রি করে দেয় নাই!
আরেক শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন ওই পোস্টে মন্তব্য করেন, "এটা খুবই জঘন্য একটা কাজ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা কিভাবে করতে পারলো?"
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বিষয়টি অস্বীকার বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন ধরনের তথ্য নেইনি। ইতিমধ্যে আমাদের ৪৫০০ জন রেজিস্ট্রেশন করেছে সেখানে সবার মোবাইল নাম্বার বাধ্যতামূলক দেওয়া ছিল তাছাড়াও আমরা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জেলা সমিতি, স্বেচ্ছাসেবক সংগঠনগুলোতে থেকে তথ্য সংগ্রহ করেছি। "
এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবিএম আজিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।