বানারীপাড়া প্রতিনিধি::
বরিশালের বানারীপাড়া গাঁজাসহ সাদ্দাম নামের এক যুবককে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ। উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামের হালিম ফকিরের ছেলে সাদ্দাম হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দকাটি ইউনিয়নের জিরাকাঠি থেকে বাড়ি ফেরার পথে গাজা সেবন এর অপরাধে গাজাসহ আটক হয় থানা পুলিশের হাতে। সাদ্দাম পেশায় একজন দিনমজুর। সে সৈয়দকাঠি ইউনিয়নের জিরাকাঠির একটি ইটের বাটায় কাজ করে। ঘটনার দিন সাদ্দাম বাটায় কাজ শেষে বাড়ি ফিরতেছিল। দিনমজুর সাদ্দামের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে তারই সহকর্মীরা পরিকল্পিতভাবে তাকে পুলিশের চোখে অপরাধী বানিয়ে গ্রেফতার করিয়াছে। সাদ্দাম সহ তার পরিবাররা এই নিকৃষ্ট ও পরিকল্পিতভাবে সাদ্দামকে ফাঁসানোর জন্য যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি করেছেন। এ প্রসঙ্গে সাদ্দামের এক বন্ধু জানায় দীর্ঘদিন যাবত সাদ্দামের নিজস্ব সৃষ্ট কিছু শত্রুরা সাদ্দামকে বিভিন্ন উপায়ে ফাঁসাতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ বিষয়ে সাদ্দাম সর্বদা সতর্ক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সে নিজেকে রক্ষা করতে পারেনি। সাদ্দাম বলে আমি কাজ শেষে বাড়ি ফিরতেছিলাম। কিভাবে কোথা থেকে আমার সাথে মাদক আসলো আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।